শীত পরতেই পরিযায়ীদের আগমন শিবমোগার অভয়ারণ্যে , দেখুন ভিডিও

আসতে আসতে নামছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে তুষারপাত শুরু হয়ে গিয়েছে হিমাচল ও কাশ্মীরের বিস্তির্ণ অঞ্চলে। আর শীত আসতেই পরিযায়ী পাখিদের দল চলে এসেছে ভারতে। নানা বাহারি পাখির কলরবে এখন জমজমাট কর্ণাটকের শিবমোগার  সারোদা তালুকের দুদাভি পাখিরালয়। বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছে এই পরিযায়ী পাখিদের দল। ইন্ডিয়ান পন্ড হেরন, গ্রে হেরন, লিটিল গ্রিবি, হোয়াই ইবিস, হোয়াই হেডেড কের্ন  মাইগ্রেট  পাখিদের কলকাকলিতে এখন জমজমাট এই অভয়ারণ্য। আগামী কয়েকমাস এখানেই থাকবে এই পরিযায়ীদের দল। গরম পড়তেই ফের দীর্ঘ পথ পেরিয়ে ফিরে যাবে নিজেদের আস্তানায়। 

/ Updated: Nov 21 2019, 01:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আসতে আসতে নামছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে তুষারপাত শুরু হয়ে গিয়েছে হিমাচল ও কাশ্মীরের বিস্তির্ণ অঞ্চলে। আর শীত আসতেই পরিযায়ী পাখিদের দল চলে এসেছে ভারতে। নানা বাহারি পাখির কলরবে এখন জমজমাট কর্ণাটকের শিবমোগার  সারোদা তালুকের দুদাভি পাখিরালয়। বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছে এই পরিযায়ী পাখিদের দল। ইন্ডিয়ান পন্ড হেরন, গ্রে হেরন, লিটিল গ্রিবি, হোয়াই ইবিস, হোয়াই হেডেড কের্ন  মাইগ্রেট  পাখিদের কলকাকলিতে এখন জমজমাট এই অভয়ারণ্য। আগামী কয়েকমাস এখানেই থাকবে এই পরিযায়ীদের দল। গরম পড়তেই ফের দীর্ঘ পথ পেরিয়ে ফিরে যাবে নিজেদের আস্তানায়।