উদ্ধার হল ১৭টি উট, পাঠান হচ্ছে রিহ্যাবে, দেখুন ভিডিও

লিচুর জন্য বিখ্যাত বিহারের মুজাফ্ফরপুর। আর এই জেলা  থেকেই ১৭টি উটকে উদ্ধার করল বিহার পুলিশ। ক্রান্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এগুলিকে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল উটগুলিকে। দীর্ঘপথ অতিক্রম করার ফলে উটগুলির শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ইতিমধ্যে একটি উটের মৃত্যুও হয়েছে। আরও তিনটি উটের অবস্থা আশঙ্কা জনক। তবে এগুলিকে সুস্থ করার কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। স্বাস্থ্যজনিত কারণেই আপাতত উটগুলিকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে না। 

/ Updated: Nov 22 2019, 04:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লিচুর জন্য বিখ্যাত বিহারের মুজাফ্ফরপুর। আর এই জেলা  থেকেই ১৭টি উটকে উদ্ধার করল বিহার পুলিশ। ক্রান্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এগুলিকে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল উটগুলিকে। দীর্ঘপথ অতিক্রম করার ফলে উটগুলির শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ইতিমধ্যে একটি উটের মৃত্যুও হয়েছে। আরও তিনটি উটের অবস্থা আশঙ্কা জনক। তবে এগুলিকে সুস্থ করার কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। স্বাস্থ্যজনিত কারণেই আপাতত উটগুলিকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে না।