অযোধ্যাতেই রামমন্দির, স্বপ্ন পূরণ মোদী-শাহের
নির্বাচনি প্রচারে রামন্দির নির্মাণের কথা বারবার বলেছে বিজেপি। সুপ্রিম কোর্টের রায় যে তাঁদের পক্ষে যাবে সেই আশায় বিজেপি ঘনিষ্ঠ সাধু-সন্তরা রাজস্থান ও গুজরাত থেকে পাথর আনাও আগেই শুরু করেছেন। ইতিমধ্যে করসেবকপুরমে এক মডেল রামন মন্দির নির্মাণ করাও হয়েছে। অযোধ্যার কাছে সেই মন্দিরে কাতারে কাতারে মানুষ আসেন রামচন্দ্রকে দেখতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে সাধুসন্তরা আবেদন করেছেন রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর যাতে প্রধানমন্ত্রীর হাতেই হয়।
১৯৯০ সালে রামমন্দির নিয়ে জনসমর্থন গড়তে রথ বার করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। সেই সময় আডবাণীর সঙ্গী হয়েছিলেন নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীর আসনে বসেছেন মোদী। আর তাঁর জমানাতেই বিজেপির রাম মন্দিরের স্বপ্ন পূরণ হতে চলেছে। রাম মন্দির নির্মাণের জন্য বারবার সরব হয়েছেন অমিত শাহ। বিজেপির নির্বাচনী প্রচারে বারবার তুলে আনা হয়েছে এই প্রসঙ্গ। অবশেষে পদ্মশিবিরের চাণক্য সফল হলেন তাঁর চালে। সাফল্য উদাযাপনের দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও।
নির্বাচনি প্রচারে রামন্দির নির্মাণের কথা বারবার বলেছে বিজেপি। সুপ্রিম কোর্টের রায় যে তাঁদের পক্ষে যাবে সেই আশায় বিজেপি ঘনিষ্ঠ সাধু-সন্তরা রাজস্থান ও গুজরাত থেকে পাথর আনাও আগেই শুরু করেছেন। ইতিমধ্যে করসেবকপুরমে এক মডেল রামন মন্দির নির্মাণ করাও হয়েছে। অযোধ্যার কাছে সেই মন্দিরে কাতারে কাতারে মানুষ আসেন রামচন্দ্রকে দেখতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে সাধুসন্তরা আবেদন করেছেন রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর যাতে প্রধানমন্ত্রীর হাতেই হয়।
১৯৯০ সালে রামমন্দির নিয়ে জনসমর্থন গড়তে রথ বার করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। সেই সময় আডবাণীর সঙ্গী হয়েছিলেন নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীর আসনে বসেছেন মোদী। আর তাঁর জমানাতেই বিজেপির রাম মন্দিরের স্বপ্ন পূরণ হতে চলেছে। রাম মন্দির নির্মাণের জন্য বারবার সরব হয়েছেন অমিত শাহ। বিজেপির নির্বাচনী প্রচারে বারবার তুলে আনা হয়েছে এই প্রসঙ্গ। অবশেষে পদ্মশিবিরের চাণক্য সফল হলেন তাঁর চালে। সাফল্য উদাযাপনের দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও।