মণিপুর-ত্রিপুরা সফরে মোদী, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনায় ভরালেন সকলে

মঙ্গলবার মণিপুর এবং ত্রিপুরা সফরে মোদী। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানেও ছিল তাঁর। সেখানেই উষ্ণ অভ্যর্থণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর জন্য সেখানে ছিল বিশেষ আয়োজন।

/ Updated: Jan 04 2022, 07:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নতুন বছরের শুরুতেই উত্তর পূর্ব-ভারত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মণিপুর এবং ত্রিপুরা সফরে মোদী। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানেও ছিল তাঁর। সেখানে তিনি ৪৮০০ কোটি টাকার মোট ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। মণিপুরে প্রধানমন্ত্রী প্রায় ১৩ কোটির টাকার প্রকল্পের উদ্বোধন করেন এদিন। ১৮৫০ কোটি টাকা ও প্রায় ২৯৫০ কোটি টাকার ৯টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদী। সেখানকার উন্নয়নের জন্য এইসব বিশেষ প্রকল্প। সড়ক পথ উন্নয়নের জন্য রয়েছে তাঁর একাধিক প্রকল্প। সেখানেই উষ্ণ অভ্যর্থণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিশেষ এক বাদ্যযন্ত্র বাজিয়ে তাঁকে সেখানে অভ্যর্থনা জানানো হয়। সেই বাদ্যযন্ত্র আবার নিজেই বাজান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জন্য সেখানে ছিল বিশেষ আয়োজন। অসংখ্য মানুষ সেখানে মোদীকে দেখতে ভিড় জমায়।