সেনাদের মাঝে লেহ-তে নরেন্দ্র মোদী, চিন-কে হুঁশিয়ারি, দেখুন ভিডিও

  • কেউ জানতোই না যে শুক্রবার লেহতে প্রধানমন্ত্রী যাচ্ছেন
  • সংবাদমাধ্যমের কাছে শুক্রবার সকালে শুধুমাত্র একটা ইনপুট ছিল
  • জানা গিয়েছিল লেহ-তে কোনও বড় ভিআইপি মুভমেন্ট হচ্ছে
  • বেলা ১০টা নাগাদ সব জল্পনার অবসান ঘটে গিয়েছিল 
/ Updated: Jul 03 2020, 07:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


 ১১ হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে মোদী ভারতীয় সেনাকে উদাত্ত কন্ঠে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তিনি বলেন, আপনারা যেখানে মোতায়েন আছেন, তার থেকেও  আপনাদের সাহসিকতা বেশি। ১৪ নম্বর কোরের সাহসিকতা এবং বীরত্ব নিয়ে সারা বিশ্বের মানুষ আজ অবিহিত। এদিন নাম না করে সাম্রাজ্যবাদ বিষয়ে চিনকে নিশানা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মোদী বলেন, সাম্রাজ্যবাদের যুগ শেষ হয়ে গিয়েছে, এটা বিকাশবাদের যুগ, বিকাশবাদই ভবিষ্যত, অতীত সাক্ষী রয়েছে, সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস হয়ে গিয়েছে, নাহলে হার মেনেছে। বীরত্বই শান্তির পূর্ব শর্ত, দুর্বলরা শান্তি আনতে পারে না।

ভারতীয় সেনার মনোবল বাড়িয়ে মোদী বলেন, আমরা কঠিন পরিস্থিতিতে জয়লাভ করে এসেছি এবং ভবিষ্যতেও জয়লাভ করতে থাকব। প্রধানমন্ত্রী মোদীর এই সীমান্ত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা।  সবাইকে অবাক করে দিয়েই লেহর  সামরিক ঘাঁটিতে সকাল ১০টা নাগাদ অবতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরভানে। এদিন যে মোদী লাদাখ যেতে পারেন এমন কোনও খবরই আগে থেকে সংবাদমাধ্যমের কাছে ছিল না। বরং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন লাদাখ সফর করবেন বলে আগে ঘোষণা করা হয়েছিল। যদিও শেষ মুহুর্তে সেই সফর বাতিল করা হয়।