করোনা থেকে মুক্তি পেতে চলছে কোভ্যাকসিনের প্রস্তুতি, কোভ্যাকসিনের প্রস্তুকারী কেম বায়োটেক পরিদর্শনে নরেন্দ্র

  • ভারত বায়োটেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • এই ভারত বায়োটেকই করোনা ভ্যাকসিন তৈরির লিডার 
  • শনিবার হায়দরাবাদের জিনম ভ্যালিতে যান নরেন্দ্র মোদী
  • সেখানকারই কেম বায়োটেকের ল্যব পরিদর্শন করেন তিনি
/ Updated: Nov 28 2020, 06:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোভ্যাকসিনের প্রস্তুকারী কেম বায়োটেকে প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে তিনি হায়দরাবাদ পৌঁছন। সেখান থেকে চলে যান কেম বায়োটেকের ল্যবে। সেখানে সমস্তকিছু পরিদর্শন করে দেখেন প্রধানমন্ত্রী। কেম বায়োটেকের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানানো হয়। কোভ্যাকসিন ভারতে প্রস্তুত হওয়া একমাত্র করোনা ভ্যাকসিন। এই মুহূর্তে ২৫টি শহরে ফেজ থ্রি-র হিউম্যান ট্রায়াল চলছে। ফেজ থ্রি-তে এখন পর্যন্ত ২৫,০০০ স্বেচ্ছ্বাসেবক অংশ নিয়েছে। কেম বায়োটেকের দাবি কোভ্যাকসিনের কর্মক্ষমতা যথেষ্ট ভালো। খুব শীঘ্রই কোভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন শুরু করা যাবে। এমনটাই আশা প্রকাশ করেছে কেম বায়োটেক। প্রধানমন্ত্রীর আগমন তাঁদের কাছে খুবই উৎসাহের। প্রেস বিবৃতিতে বয়ান দিয়ে জানিয়েছে কেম বায়োটেক।