এনকাউন্টার করে অন্যায় করেনি পুলিশ, প্রতিক্রিয়া দিলেন নির্ভয়ার বাবা

২০১২ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়াকাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। তার সাত বছর পরে হায়দরাবাদে পশু চিকিৎসকে ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনা ফের একবার হিলিয়ে দিয়েছিল গোটা দেশকে। শুক্রবার ভোরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এই ঘটনায় অভিযুক্ত চার জনের। হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন নির্ভয়ার মা। পুলিশের পাশে দাঁড়িয়েছেন নির্ভয়ার বাবা বদ্রিনাথ সিংহও। এই এনকাউন্টারে তিনি খুশি, সেকথা স্পষ্ট জানিয়েছেন বদ্রিনাথ। কেননা ৭ বছর ধরে নির্ভয়ার মামলার বিচার চলছে। মেয়ের ধর্ষকরা এখনও জীবিত। আর আমরা রোজ তিলে তিলে মরছি। তেলেঙ্গানার নির্যাতিতার বাবা-মাকে অন্তত এর মধ্যে দিয়ে যেতে হবে না। 

/ Updated: Dec 06 2019, 01:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০১২ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়াকাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। তার সাত বছর পরে হায়দরাবাদে পশু চিকিৎসকে ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনা ফের একবার হিলিয়ে দিয়েছিল গোটা দেশকে। শুক্রবার ভোরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এই ঘটনায় অভিযুক্ত চার জনের। হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন নির্ভয়ার মা। পুলিশের পাশে দাঁড়িয়েছেন নির্ভয়ার বাবা বদ্রিনাথ সিংহও। এই এনকাউন্টারে তিনি খুশি, সেকথা স্পষ্ট জানিয়েছেন বদ্রিনাথ। কেননা ৭ বছর ধরে নির্ভয়ার মামলার বিচার চলছে। মেয়ের ধর্ষকরা এখনও জীবিত। আর আমরা রোজ তিলে তিলে মরছি। তেলেঙ্গানার নির্যাতিতার বাবা-মাকে অন্তত এর মধ্যে দিয়ে যেতে হবে না।