অর্থমন্ত্রী হয়েও এগিয়ে দিলেন জলের গ্লাস, একদম অন্য ভূমিকায় নির্মলা সীতারমণ
গ্লাস হাতে চুদ্রুরুর দিকে এগিয়ে যান নির্মলা। গ্লাসে জলও ঢেলে দেন। রীতিমত অপ্রস্তুত হয়ে হয়ে পড়েন পদ্মজা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হলেও এমন অমায়িক ব্যবহার করার জন্য নির্মলার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
সম্পূর্ণ অন্যভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। মুম্বইয়ের একটি ইভেন্টে বক্তব্য রাখছিলেন ন্যাশালান সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর পদ্মজা চুন্দুরু। বক্তব্যের সময় তাঁর গলা শুকিয়ে যায়। তিনি উদ্যোক্তাদের কাছে খাবার জল চেয়েছিলেন। কিন্তু কোনও রকম অপেক্ষা না করেই গ্লাস হাতে চুদ্রুরুর দিকে এগিয়ে যান নির্মলা। গ্লাসে জলও ঢেলে দেন। রীতিমত অপ্রস্তুত হয়ে হয়ে পড়েন পদ্মজা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হলেও এমন অমায়িক ব্যবহার করার জন্য নির্মলার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই সাধুবাদ জানিয়েছেন তাঁকে। এই ঘটনার ছবি শেয়ার করেছেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার শীক্ষার্থীদের জন্য এনএসডিএল এর বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি মার্কেট কা একলব্য প্রকল্প চালু করেছেন। তবে গোটা অনুষ্ঠানই অন্য মাত্রা পেয়েছিল নির্মলা সীতারমণের উপস্থিতির জন্য। ধর্মেন্দ্র প্রধানের শেয়ার করা ভিডিওটি মন কেড়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার।