Asianet News Bangla

'এখন কী করা যাবে', মার্কিন মুলুকে ঝরঝরে বাংলায় ভারতীয় অর্থনীতিকে দিশা দেখালেন অভিজিৎ, দেখুন ভিডিও

Oct 16, 2019, 4:18 PM IST

এই বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন ভারতীয় তথা বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অথচ এই মুহূর্তে খুবই রুগ্ন অবস্থায় পড়ে রয়েছে ভারতীয় অর্থনীতি। কাজেই অভিজিৎকে যে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার উপায় বাতলানোর প্রশ্নের মুখোমুখি হতে হবে, তা বলাই বাহুল্য। অর্থনীতির দিশার পাশাপাশি জনমানসে আরেকটা প্রশ্নও ঘুরছে, বাঙালি নোবেল জিতেছে বলে বলা হচ্ছে, কিন্তু অভিজিৎ কতটা বাঙালি? সেই ১৯৮৮ সালে মার্কিন মুলুকে পারি দিয়েছেন, তারপর থেকে মাঝে মাঝেই দেশে এলেও পাকাপাকিভাবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেরই বাসিন্দা। অধ্যাপনা করেন ম্যাসুচুসেটস ইন্সস্টিটিউট অব টেকনোলজিস-এ। কাজেই বাংলা ভাষাটা কি তাঁর মনে আছে? দুই প্রশ্নের উত্তর একসঙ্গেই দিয়ে দিলেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। এমআইটি-তে দাঁড়িয়ে খাঁটি বাংলাতেই জানালেন ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এই সময় ঠিক কোন পথে এগোতে হবে।

 

Video Top Stories