দিল্লির পর নাসিক, স্টেশনেই খুলল 'অক্সিজেন পার্লার'

বায়ু দূষণ রুখতে এক অভিনব উদ্যোগ দেখা গলে মহারাষ্ট্রের নাসিক রেলওয়ে স্টেশনে।  স্টেশনের ভিতরেই সেখানে তৈরি করা হয়েছে 'অক্সিজেন পার্লার'। যেখানে গেলেই আপনি শ্বাস নিতে পারবেন শুদ্ধ অক্সিজেন। ভারতীয় রেলওয়ের নেওয়া এই  উদ্যোগ ইতিমধ্যে যাত্রীদের মধ্যে প্রশাংসা অর্জন করেছে। 

/ Updated: Dec 27 2019, 01:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বায়ু দূষণ রুখতে এক অভিনব উদ্যোগ দেখা গলে মহারাষ্ট্রের নাসিক রেলওয়ে স্টেশনে।  স্টেশনের ভিতরেই সেখানে তৈরি করা হয়েছে 'অক্সিজেন পার্লার'। যেখানে গেলেই আপনি শ্বাস নিতে পারবেন শুদ্ধ অক্সিজেন। ভারতীয় রেলওয়ের নেওয়া এই  উদ্যোগ ইতিমধ্যে যাত্রীদের মধ্যে প্রশাংসা অর্জন করেছে। 

রাজধানী দিল্লিতেও কিছুদিন আগে খুলেছে অক্সিজেন বার। খোল জায়গায় অমিল বিশুদ্ধ অক্সিজেন। তাই বারে গিয়ে নল লাগিয়ে এখানে অক্সিজেন টানতে পারেন দিল্লিবাসী। সাকেতে খুলেছে অক্সি পিয়োর নামে এই বার। তবে নাসিকের অক্সিজেন পার্লার এই বারের থেকে অনেকটাই আলাদা। এখানে ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য রয়েছে ছোট ছোট অনেক গাছের সারি।