প্লাস্টিক দিলেই মিলবে পেট ভরে খাবার, ভূবনেশ্বরে অভিনব উদ্যোগ


প্লাস্টিক মুক্ত শহর গড়তে অভিনব উদ্যোগ নিল ভূবনেশ্বর পুরসভা। প্লাস্টিক দিলেই মিলবে পেট ভরে খাবার।  সম্প্রতি একটি স্বেচ্ছেসবী সংস্থার সঙ্গে যৌথভাবে 'মিল ফর প্লাস্টিক' বলে একটি উদ্যোগ চালু করেছে ভূবনেশ্বর পুরসভা। রাজ্য  সরকারের আহার যোজনার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাফ কেজি প্লাস্টিক দিলেই শহরের ১১টি আহার সেন্টারে মিলবে বিনামূল্যে একবেলার আহার।

/ Updated: Dec 19 2019, 01:58 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


প্লাস্টিক মুক্ত শহর গড়তে অভিনব উদ্যোগ নিল ভূবনেশ্বর পুরসভা। প্লাস্টিক দিলেই মিলবে পেট ভরে খাবার।  সম্প্রতি একটি স্বেচ্ছেসবী সংস্থার সঙ্গে যৌথভাবে 'মিল ফর প্লাস্টিক' বলে একটি উদ্যোগ চালু করেছে ভূবনেশ্বর পুরসভা। রাজ্য  সরকারের আহার যোজনার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাফ কেজি প্লাস্টিক দিলেই শহরের ১১টি আহার সেন্টারে মিলবে বিনামূল্যে একবেলার আহার। শহরকে প্লাস্টিক মুক্ত করার পাশাপাশি এই ধরণের উদ্যোগ মানুষকে খাদ্য নিশ্চয়তা দেবে বলে জানান ভূবনেশ্বর পুরসভার কমিশনার প্রেমচন্দ্র চৌধুরি।