হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে দেশজুড়ে প্রতিবাদ, দ্রুত শাস্তির দাবি নির্ভয়ার মায়ের


গত বৃহস্পতিবার হায়দরাবাদের রঙ্গা রেড্ডি জেলায় উদ্ধার হয় এক পশু চিকিৎসকের অগ্নিদগ্ধ দেহ। জানা যায় ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তরুণীর দেহ। এই নারকীয় ঘটনা ফিরিয়ে নিয়ে আসে নির্ভয়াকাণ্ডের  স্মৃতি। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করে  দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। নির্যাতিতা ও তাঁর পরিবার যাতে ন্যায়বিচার পায় তার দাবিতে মুম্বইতে মোমবাাতি মিছিলের আয়োজন করা হয়। দোষীদের চরম শাস্তি চেয়ে  হায়দরাবাদেও পথে নামেন অগণিত সাধারণ মানুষ।

/ Updated: Dec 02 2019, 01:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত বৃহস্পতিবার হায়দরাবাদের রঙ্গা রেড্ডি জেলায় উদ্ধার হয় এক পশু চিকিৎসকের অগ্নিদগ্ধ দেহ। জানা যায় ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তরুণীর দেহ। এই নারকীয় ঘটনা ফিরিয়ে নিয়ে আসে নির্ভয়াকাণ্ডের  স্মৃতি। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করে  দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। নির্যাতিতা ও তাঁর পরিবার যাতে ন্যায়বিচার পায় তার দাবিতে মুম্বইতে মোমবাাতি মিছিলের আয়োজন করা হয়। দোষীদের চরম শাস্তি চেয়ে  হায়দরাবাদেও পথে নামেন অগণিত সাধারণ মানুষ।

২০১২ সালের নির্ভয়াকাণ্ডের নৃশংসতা হতবাক করে দিয়েছিল গোটা দেশকে। ঘটনার সাত বছর পর হয়েছিল সাজা ঘোষণা। কিন্তু হায়দরাবাদের নিগৃহীত পশু চিকিৎসক  তরুণী ও তাঁর পরিবার যাতে দ্রুত বিচার পান তার দাবি জানান নির্ভয়ার মা।