পানীয় জলের সমস্যায় রাস্তায় নেমে বালতি নিয়ে প্রতিবাদ, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর

  • দার্জিলিং -এর চিড়িয়াখানায় নতুন সদস্য
  • দেশে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা
  • মেদিনীপুরে ৫৩ টি মাইক্রো কনটেনমেন্ট জোন
  • সেঞ্চুরি পেরিয়েও থামেনি পেট্রোলের মূল্যবৃদ্ধি
/ Updated: Jul 09 2021, 07:57 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দার্জিলিং -এর চিড়িয়াখানায় নতুন সদস্যের আগমণ। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় জন্ম হল দুটি রেড পাণ্ডার জন্ম। এই নিয়ে দার্জিলিং -এর চিড়িয়াখানায় মোট রেড পান্ডার সংখ্যা দাড়াল ২৫ টি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা না বাড়লেও বাড়ল মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩,৩৯৩ এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১১ জনের। করোনা সংক্রমণ রুখতে পশ্চিম মেদিনীপুর জেলায় তৈরি হল কনটেনমেন্ট জোন। মোট ৫৩ টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে সেখানে। জরুরি প্রয়োজন না থাকলে সেখানে বাড়ির বাইরে যেতে নিষেধাঞ্জা জারি হয়েছে। সেঞ্চুরি পেরিয়েও থামেনি পেট্রোলের মূল্যবৃদ্ধি। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৯ পয়সা বেড়ে দাম দাঁড়াল ১০০ টাকা ৬২ পয়সা। ১৫ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়াল ৯২ টাকা ৬৫ পয়সা। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে এরই মাঝে এখন চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। কলকাতায় শুরু হতে চলেছে 'দুয়ারে কেএমসি' প্রকল্প। এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন এবার ঘরে বসেই করা যাবে মিউটেশন।  করোনার জেরে বন্ধ ছিল বেশ কিছু ট্রেন। প্রায় দু'মাস বন্ধ থাকার পর ফের চালু হল সিউড়ি-হাওড়া এক্সপ্রেস। সপ্তাহে ৭ দিনই চলবে এই এক্সপ্রেস ট্রেন। গত বছর করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছিল অলিম্পিক গেমস। এক বছর ২৩ জুলাই থেকে বহু প্রতীক্ষার পর শুরু হতে চলেছে টোকিও অলিম্পিকস। তবে এবার দর্শক শূণ্য স্টেডিয়ামে হবে অলিম্পিক। পানীয়জলের সমস্যায় এবার রাস্তায় নামল গ্রামবাসীরা। হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায় দশ দিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা। যার জেরে বালতি নিয়ে রাস্তায় নেমে চলল প্রতিবাদ।