PM Modi Rajasthan Visit : রাত ১০টা পার, নতজানু হয়ে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী মোদী

রাত ১০টা পার, নতজানু হয়ে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী মোদী । রাত ১০টার পর রাজস্থানের আবু রোডে প্রধানমন্ত্রী মোদী । রাত ১০টা বেজে যাওয়ায় লাগু ছিল লাউড স্পিকার নিয়ম। এই সময়ে লাউড স্পিকারে কথা বলা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কথা জানতেন । তাই নিয়ম না ভাঙতে চেয়ে তিনি ক্ষমা চেয়ে নেন। দেরি হওয়ার জন্য মঞ্চের উপর হাঁটু মুড়ে বসে পড়েন। সকলের উদ্দেশে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন মোদী । মোদী প্রতিশ্রুতি দেন শিগগিরি তিনি ফের আসবেন এখানে সভা করতে। 

/ Updated: Oct 01 2022, 12:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাত ১০টা পার, নতজানু হয়ে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী মোদী । রাত ১০টার পর রাজস্থানের আবু রোডে প্রধানমন্ত্রী মোদী । রাত ১০টা বেজে যাওয়ায় লাগু ছিল লাউড স্পিকার নিয়ম। এই সময়ে লাউড স্পিকারে কথা বলা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কথা জানতেন । তাই নিয়ম না ভাঙতে চেয়ে তিনি ক্ষমা চেয়ে নেন। দেরি হওয়ার জন্য মঞ্চের উপর হাঁটু মুড়ে বসে পড়েন। সকলের উদ্দেশে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন মোদী । মোদী প্রতিশ্রুতি দেন শিগগিরি তিনি ফের আসবেন এখানে সভা করতে। 

Read more Articles on