হরিয়ানায় নির্বাচন জিততে বালাকোটে এয়ারস্ট্রাইক-ই ভরাস গেরুয়া শিবিরের, কী বললেন মোদী


আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। জোর কদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলই।  প্রচারের ময়দানে  নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার সোনিপথ ও হোগানায় জনসভা করলেন তিনি। হরিয়ানা বিধানসভা ভোটেও বালাকোট প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী। দাবি করলেন কংগ্রেস ক্ষমতায় ফিরলে দেশের সেনা থেকে কৃষক এবং ক্রীড়াবিদ কেউই সুরক্ষিত থাকবেন না। আগামী ২৪ অক্টোবর মহারাষ্ট্রের সঙ্গে ফল ঘোষণা হবে হরিয়ানায়। উত্তর ভারতের এই রাজ্যটিতে নিজেদের সরকার ধরে রাখতে মরিয়া পদ্মশিবির। 

/ Updated: Oct 18 2019, 06:50 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। জোর কদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলই।  প্রচারের ময়দানে  নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার সোনিপথ ও হোগানায় জনসভা করলেন তিনি। হরিয়ানা বিধানসভা ভোটেও বালাকোট প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী। দাবি করলেন কংগ্রেস ক্ষমতায় ফিরলে দেশের সেনা থেকে কৃষক এবং ক্রীড়াবিদ কেউই সুরক্ষিত থাকবেন না। আগামী ২৪ অক্টোবর মহারাষ্ট্রের সঙ্গে ফল ঘোষণা হবে হরিয়ানায়। উত্তর ভারতের এই রাজ্যটিতে নিজেদের সরকার ধরে রাখতে মরিয়া পদ্মশিবির।