গান্ধীনগরে বিশ্বমানের রেলস্টেশন,এবার ট্রেন থামবে পাঁচতারা হোটেলেই

গুজরাটের রাজধানী গান্ধীনগর রেলস্টেশন শুক্রবার খুলে গেল সাধারণের জন্য। বিশ্বমানের এই স্টেশনে চমক রয়েছে প্রচুর। রেল জানিয়েছে, এই স্টেশনটির পুনরুন্নয়ন হয়েছে। আধুনিক ব্যবস্থাপনায় যাত্রীদের উন্নততর পরিষেবা দিতেই এই ব্যবস্থা।

/ Updated: Jul 16 2021, 08:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গুজরাটের রাজধানী গান্ধীনগর রেলস্টেশন শুক্রবার খুলে গেল সাধারণের জন্য। বিশ্বমানের এই স্টেশনে চমক রয়েছে প্রচুর। রেল জানিয়েছে, এই স্টেশনটির পুনরুন্নয়ন হয়েছে। আধুনিক ব্যবস্থাপনায় যাত্রীদের উন্নততর পরিষেবা দিতেই এই ব্যবস্থা। স্টেশন ও তার সংলগ্ন এলাকা পর্যটকদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। যাত্রী ছাড়াও যাতে পর্যটক আসে, তাই এই ব্যবস্থা। ভিড়ের কথা মাথায় রেখে প্রশস্ত করা হয়েছে স্টেশনের প্রবেশ চত্বরটি। এখানে প্রায় দেড়হাজার যাত্রীর স্থান সঙ্কুলান হবে। স্টেশন চত্বরে থাকবে আর্ট গ্যালারিও।  অপেক্ষারত যাত্রীদের মনোরঞ্জনের অভাব হবে না এখানে। এই প্রথম কোনও রেল স্টেশনের উপরে থাকছে পাঁচতারা হোটেল। গান্ধীনগর রেল স্টেশনের উপর হোটেল বানিয়েছে রেল।