বলয়গ্রাস সূর্যগ্রহণের জের, বন্ধ থাকল বারাণসী ও দিল্লির মন্দিরের দরজা

বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে বিশ্বজুড়ে উৎসাহ ছিল চোখে পড়ার মত। পিছিয়ে ছিল না ভারতও। এই সূর্যগ্রহণ আংশিকভাবে প্রত্যক্ষ করা গেছে এদেশেও। এদিকে পুরনো রীতি মেন গ্রহণের সময় বন্ধ থাকল দেবভূমি বারাণসীর মন্দিরগুলির দরজা। গ্রহণের সময় দেব-দেবীর দর্শন শুভ বলে বিবেচনা করা হয় না শাস্ত্রমতে। সেই কারণেই সকালে গ্রহণ শুরুর আগেই বন্ধ করে দেওয়া মন্দিরের দরজা। 

/ Updated: Dec 26 2019, 06:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে বিশ্বজুড়ে উৎসাহ ছিল চোখে পড়ার মত। পিছিয়ে ছিল না ভারতও। এই সূর্যগ্রহণ আংশিকভাবে প্রত্যক্ষ করা গেছে এদেশেও। এদিকে পুরনো রীতি মেন গ্রহণের সময় বন্ধ থাকল দেবভূমি বারাণসীর মন্দিরগুলির দরজা। গ্রহণের সময় দেব-দেবীর দর্শন শুভ বলে বিবেচনা করা হয় না শাস্ত্রমতে। সেই কারণেই সকালে গ্রহণ শুরুর আগেই বন্ধ করে দেওয়া মন্দিরের দরজা। 

বারাণসীর মন্দিরগুলির মত একই রকম ভাবে সকাল থেকে বন্ধ ছিল দিল্লির বিড়লা মন্দিরের দরজাও। একেবারে শুনশান ছিল মন্দির প্রাঙ্গন। বৃহস্পতিবার সকলা ৮টা নাগাদ শুরু হয় সূর্যগ্রহণ। প্রায় তিন ঘণ্টা ধরে চলে গ্রহণ। তবে মেঘের কারণে ভারতের অধিকাংশ অঞ্চলেই গ্রহণ দেখা যায়নি। সবচেয়ে ভাল গ্রহণ দেখা গেছে বেঙ্গালুরুতে।