ভারতের বাজারে পেঁয়াজ ডলার-পাউন্ডের থেকেও বেশি দামী, দেখুন ভিডিও
- পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই পেঁয়াজ এখন মহার্ঘ্য
- খুচরো বাজারে দাম ডাবল সেঞ্চুরির পথে
- আমেরিকার ডলার ও ইংল্যান্ডে পাউন্ড থেকে পেঁয়াজ বেশি দামী!
- তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত্র কেন্দ্রীয় সরকারের
দাম বাড়তে বাড়ে কোথায় পৌঁছে গিয়েছে! ভারতের বাজারে এখন পেঁয়াজে যা দাম, তা ব্রিটেনের পাউন্ড কিংবা আমেরিকার ডলারের থেকেও বেশি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এ রাজ্যের খুচরো বাজারে পেঁয়াজের দাম দেড়শো ছাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীর আশঙ্কা, পেঁয়াজের দাম ডবল সেঞ্চুরি পার করে দিলেও আশ্চর্য হওয়া কিছু নেই! দামে ঠেলার খাস কলকাতার বিভিন্ন বাজারেই ক্রেতাদের সঙ্গে পেঁয়াজ বিক্রেতাদের বচসা, এমনকী হাতাহাতি পর্যন্ত হচ্ছে। এমনকী, স্রেফ ঝামেলা এড়াতে শহরের পাঁচটি বাজারে পেঁয়াজের বিক্রি বন্ধ হতে যারে বলে জানা গিয়েছে। আর ইংল্যান্ডের ১ পাউন্ড এখন ভারতীয় মুদ্রায় ৯৩ টাকা আর আমেরিকার ডলার ৭১ টাকা। ভারতের পেঁয়াজের দামের তুলনায় যা অনেক কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।