দাম বাড়ছে মুরগির মাংস ও ডিম -এর, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর
- রাজ্যে আরও কিছুটা শিথিল হল কড়াকড়ি
- নিম্নমুখী করোনা সংক্রমণ
- রাজ্যপালকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
- কাশ্মীরে ফের দেখা মিলল ড্রোনের
রাজ্যে আরও কিছুটা শিথিল হল কার্যত লকডাউনের কড়াকড়ি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে বাস অটো চলার অনুমতি দিল রাজ্য সরকার। তবে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা। ৪০ হাজারের নীচে নেমে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এবার রাজ্যপালকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়ালা কেলেঙ্কারিতে ধনখড়ের নামে চার্জশিট হয়েছিল বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। রবি-সোমবারের পর মঙ্গলবার ভোরে জম্মুতে ফের দেখা মিলল ড্রোনের। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, জম্মুর মোট তিনটি এলাকায় একটি ড্রোনকে উড়তে দেখা যায়। তবে কিছু সময় পর আর সেই ড্রোনটিকে সনাক্ত করা যায়নি। উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা জারি। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। বাড়বে নদীর জলস্তরও। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এছাড়াও রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ। টুইটারে বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জন্যই তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের বদলির প্রতিবাদে থানার সামনে ধর্না মহিলাদের। আইসির বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মহিলাদের। তাঁদের দাবি, এই আইসি থাকাকালীন এলাকায় মহিলারা সুরক্ষিত ছিলেন। কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ইস্তফার দাবি জানিয়েছে সেখানকার জেলা তৃণমূল নেতৃত্বরা। সরবারহ নেই, তার জেরেই দাম বাড়ছে মুরগির মাংস ও ডিম -এর। কোথাও মুরগির এক-একটি ডিম সাড়ে ছ’টাকায় মিলছে, কোথাও বা তা বিকোচ্ছে সাত-সাড়ে সাত টাকায়। মুরগির মাংসেরও দাম বেড়েছে অনেকটাই।