ব্রিকস সম্মেলনে রাশিয়া ও চিনের প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বৈঠক, দেখুন ভিডিও

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বুধবারই ব্রাজিল পৌঁচেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ব্রিকস সম্মলনের পাশাপাশি নরেন্দ্র মোদী পৃথকভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। 

/ Updated: Nov 14 2019, 06:22 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বুধবারই ব্রাজিল পৌঁচেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ব্রিকস সম্মলনের পাশাপাশি নরেন্দ্র মোদী পৃথকভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক কী করে আরও মজবুত করা যায়, সেই বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন মোদী। মোদীর সঙ্গে পুতিনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্য দিকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। জিনপিং ২০২০ সালে চিনে মোদীকে তৃতীয়বারের ঘরোয়া বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গিয়েছে।