প্রজাতন্ত্র দিবসে আম্বেদকরের ছবি সরানো ঘিরে উত্তেজনা

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এদিনই রায়চূড় জেলা আদালতেও পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সেখানে মহাত্মা গান্ধির ছবির পাশেই রাখা হয় বিআর আম্বেদকরের ছবি। প্রজাতন্ত্র দিবসে পতকা উত্তলনের আগেই আম্বেদকরের ছবি সরানো হয়।

/ Updated: Jan 27 2022, 08:19 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। এদিনই কর্ণাটকের রায়চূড় জেলা আদালতেও পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সেখানে পতাকা উত্তলনও হয়। তবে এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পতাকা উত্তলনের সময় সেখানে মহাত্মা গান্ধির ছবির পাশেই রাখা হয় বিআর আম্বেদকরের ছবি। প্রজাতন্ত্র দিবসে পতকা উত্তলনের আগেই আম্বেদকরের ছবি সরানো হয়। মহাত্মাগান্ধির ছবি ছথাকলেও সরিয়ে নেওয়া হয় বিআর আমেবদকরের ছবি। এই নিয়েই অনেকেই সেখানে ক্ষোভও দেখান। এশিয়ানেটের ক্যামেরায় ধরা পড়ে ঘটানার মুহূর্তের ছবি। জেলা আদালতের প্রধান বিচারপতি এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে। প্রধান বিচারপতিরে নির্দেশেই নাকি সেখানে সরানো হয় আম্বেদকরের ছবি। আম্বেদকরের ছবি সরানোর পরই নাকি সেখানে পতাকা উত্তলন হয়। এই নিয়েই উত্তেজনার সৃষ্টি হয় সেখানে। অনেকেই সেখানে এই ঘটনার প্রতিবাদ করে।