শাশুড়ির চুল পড়ে যাচ্ছে, ফেলে না দিয়ে তাই দিয়েই গান্ধীর ছবি আঁকলেন অস্মিতা, দেখুন ভিডিও

  • শাশুড়ির চুল পড়ে যাচ্ছিল
  • রুপোলি চকচকে চুল
  • ফেলে নষ্ট না করে তাই দিয়েই ছবি তৈরি করতে শুরু করলেন অস্মিতা পতদার
  • পুনের এই শিল্পীই নতুন দিশা দেখাচ্ছেন হস্তশিল্প চিত্রকে

/ Updated: Nov 04 2019, 04:22 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হস্তশিল্পকে এক অন্যস্তরে নিয়ে যাচ্ছেন মহারাষ্ট্রের কোলাপুরের শিল্পী অস্মিতা পতদার। মানুষের প্রতিকৃতি সৃষ্টি করছেন মানুষেরই চুল ব্যবহার করে। কখনও অ্যালুমিনিয়াম ও তামার তার দিয়েও আঁকছেন ছবি। শুরুটা হয়েছিল তার শাশুড়ির চুল দিয়ে। রুপোলি চকচকে চুল পড়ে য়াচ্ছিল। ফেলে না দিয়ে তাই দিয়েই মহাত্মা গান্ধীর একটি প্রতিকৃতি চিত্র তৈরি করেন অস্মিতা। তারপর মেয়ের চুল ব্যবহার করে এঁকেছেন মাদার টেরেসার চিত্র। আর এই সব শিল্পকর্ম করতে করতেই অস্মিতা রাষ্ট্রপতি পুরস্কার-সহ বেশ কয়েকটি জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন। মানুষের চুলের তৈরি চিত্র এবং তামা-অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হস্তশিল্প এখন শহুরে হস্তশিল্পপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।