অন্য মেজাজে রাগা, মাথায় পাগড়ি আর গলায় মাদল ঝুলিয়ে পা মেলালেন আদিবাসী নাচের ছন্দে


একেবারে অন্য মেজাজে পাওয়া গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।  রাজনীতির ময়দানের বাইরে পা মেলালেন আদিবাসী নাচের ছন্দে।

/ Updated: Dec 27 2019, 04:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একেবারে অন্য মেজাজে পাওয়া গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।  রাজনীতির ময়দানের বাইরে পা মেলালেন আদিবাসী নাচের ছন্দে। ছত্তিশগডের কংগ্রেস সরকারের উদ্যোগে রাজধানী রায়পুরে আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় আদিবাসী নৃত্য মহোৎসব। শুক্রবার সকালে তারই উদ্বোধন করলেন রাহুল। উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেও এর পরেই ভিন্ন ছবিটি ধরা পড়ে। আদিবাসীদের পাগড়ি মাথায় বেঁধে আর গলায় মাদল ঝুলিয়ে মঞ্চে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচতে দেখা যায় রাহুলকে। আপনিও দেখুন সেই ভিডিও।