তুষারের চাদরে উপত্যকা, তিন মাসের বিরতির পর ফের শুরু রেলযাত্রা
গত কয়েকদিন ধরেই টানা তুষারপাত চলছে কাশ্মীর জুড়ে। সাদা বরফের চাদরে ছেয়ে গিয়েছে উপত্যকারা বিভিন্ন প্রান্ত। বরফ পরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় ফের শুরু হল কাশ্মীরে বন্ধ হয়ে যাওয়া রেল পরিষেবা। গত ৫ অগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই বন্ধ ছিল রেল পরিষেবা। কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর মঙ্গলবার থেকে ফের শুরু হল রেলযাত্রা। তারআগে সোমবার ট্রায়ালরান চলে শ্রীনগরে।
গত কয়েকদিন ধরেই টানা তুষারপাত চলছে কাশ্মীর জুড়ে। সাদা বরফের চাদরে ছেয়ে গিয়েছে উপত্যকারা বিভিন্ন প্রান্ত। বরফ পরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় ফের শুরু হল কাশ্মীরে বন্ধ হয়ে যাওয়া রেল পরিষেবা। গত ৫ অগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই বন্ধ ছিল রেল পরিষেবা। কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর মঙ্গলবার থেকে ফের শুরু হল রেলযাত্রা। তারআগে সোমবার ট্রায়ালরান চলে শ্রীনগরে।