রেলমন্ত্রীকে নিয়েই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ রুখল 'কবচ'

রেল মন্ত্রীকে নিয়েই ছুটছে ট্রেন। বিপরীত দিক থেকে ছুটে আসছে অন্য একটি ট্রেন। দুই ট্রেনের এই মুখোমুখি সংঘর্ষ রুখল 'কবচ'। ভারতীয় রেলের ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তে এটা। 'কবচ' প্রযুক্তির মাধ্যমে দুর্ঘটনা রুখে দেওয়া যায়। পরীক্ষা পাশ করল রেলের এই নতুন সুরক্ষা প্রযুক্তি 'কবচ'।

/ Updated: Mar 04 2022, 07:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রেল মন্ত্রীকে নিয়েই ছুটছে ট্রেন। বিপরীত দিক থেকে ছুটে আসছে অন্য একটি ট্রেন। দুই ট্রেনের এই মুখোমুখি সংঘর্ষ রুখল 'কবচ'। ভারতীয় রেলের ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তে এটা। 'কবচ' প্রযুক্তির মাধ্যমে দুর্ঘটনা রুখে দেওয়া যায়। পরীক্ষা পাশ করল রেলের এই নতুন সুরক্ষা প্রযুক্তি 'কবচ'। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও টুইট করে জানান রেলমন্ত্রী। প্রসঙ্গত, ভারতীয় রেলে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। ভয়াবহ সব রেল দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি ভয়াবহ এক রেল দুর্ঘটনার খবরে কেঁপে উঠেছিল গোটা দেশ। জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ঘটে সেই দুর্ঘটনা। আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এরপরেই রেলের এই পদক্ষেপে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার ছিল তারই পরীক্ষা। দুটি ট্রেনের মধ্যে নিজে একটি ট্রেনে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের পরীক্ষা ১০০ শতাংশ সফল হয়েছে বলে জানা গিয়েছে। ভিডিওয় ধরা পড়েছে পরীক্ষার সেই ছবি।