ময়ূরভঞ্জে দেখা মিলল বিরল প্রজাতির ফিলিপাইন ইগল-এর, পাঠান হল সিমলিপার্ক জাতীয় উদ্যানে

পৃথিবীর বিরলতম পাখি প্রজাতিগুলির মধ্যে অন্যতম ফিলিপাইন ইগল। এর বৈশিষ্ট্য হল, প্রায় ৬.৫ফুট পর্যন্ত ডানা মেলতে পারে এই  পাখি। এমনই এক বিরল প্রজাতির ফিলিপাইন ইগলের সন্ধান মিলল ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। বন দফতরের আধিকারিকরা পাখিটিকে দেখতে পেয়ে উদ্ধার করে। শারীরিক পরীক্ষার পর তাকে সিমলিপাল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

/ Updated: Nov 02 2019, 02:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পৃথিবীর বিরলতম পাখি প্রজাতিগুলির মধ্যে অন্যতম ফিলিপাইন ইগল। এর বৈশিষ্ট্য হল, প্রায় ৬.৫ফুট পর্যন্ত ডানা মেলতে পারে এই  পাখি। এমনই এক বিরল প্রজাতির ফিলিপাইন ইগলের সন্ধান মিলল ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। বন দফতরের আধিকারিকরা পাখিটিকে দেখতে পেয়ে উদ্ধার করে। শারীরিক পরীক্ষার পর তাকে সিমলিপাল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে ফিলিপাইন ইগলের জীবনচক্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে ক্রমেই কমছে ফিলিপাইন ইগলের সংখ্যা। সাধারণত এখেকটি ইগলের ওজন ১৭ থেকে ২০ পাউন্ড হয়ে থাকে। পৃথিবীতে পাখি প্রজাতির মধ্যে অন্যতম শক্তিশালী মনে করা হয় ফিলিপাইন ইগলকে।