ঠান্ডায় জমে গিয়েছে চন্দ্রা নদী, সাদা বরফের চাদরে কুলুর হিমালয়ান ন্যাশনাল পার্ক

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু উত্তর ভারতে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। নিম্নমুখী তাপমাত্রার ঢেলায় ওষ্ঠাগত স্বাভাবিক জনজীবন।

/ Updated: Jan 03 2020, 03:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু উত্তর ভারতে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। নিম্নমুখী তাপমাত্রার ঢেলায় ওষ্ঠাগত স্বাভাবিক জনজীবন। প্রবল ঠান্ডায় জমে গিয়েছে হিমাচলপ্রদেশের লাগুল-স্পিতির চন্দ্রানদী। গতবছর নভেম্বর থেকেই হিমাচলপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ড ও জম্ম-কাশ্মীরে শুরু হয়েছে তুষারপাত। নতুন বছরেও সেই ধারা অব্যাবত রয়েছে।

হিমাচলপ্রদেশের কুলুর গ্রেট হিমালায়ন ন্যাশনাল পার্কে শুক্রবার নতুন করে হয় তুষারপাত। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা। হিমাচলপ্রদেশের অধিকাংশ রাস্তাই এখন সাদা বরফের নীচে। ফলে পুরোপুরি বিপর্যস্ত হয়ে রয়েছে যান চলাচল। যদিও বরফ দেখে খুশি পর্যটকদের দল।