এবার মিছিলে হাজার হাজার স্যান্টা ক্লজ, কী বার্তা দিচ্ছেন তারা

গত কয়েকদিন ধরে দেশব্যাপী নাগরিকত্ব আইন বিরোধী মিছিল দেখা গিয়েছে। ক্রিসমাসের ঠিক আগে এবার একটু স্বাদ বদল ঘটল। তিরুঅনন্তপুরমে হল সান্টা ক্লজদের মিছিল। সমস্ত বয়সের লোকেরাই এই মিছিল বা শোভাযাত্রায় অংশ নিলেও  সবচেয়ে বেশি উৎসাহ ছিল অবশ্যই শিশুদের মধ্যে। বিভিন্ন বাদ্যযন্ত্রে 'জিঙ্গল বেলস'-এর সুর। এই বিশেষ আয়োজন করে সেন্ট জোসেফস ক্যাথিড্রাল। স্যান্টা-র লাল-সাদা পোশাকে সেজে প্রায় ৩০০০ জন এই শোভাযাত্রায় হাঁটেন। উদ্যোক্তারা জানিয়েছেন যিশুখ্রিষ্ট শান্তি প্রতিষ্ঠার জন্যই নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাই,   এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে তাঁরা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চান। ২৫ ডিসেম্বর পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই ক্রিসমাস উদযাপিত হয়। বিভিন্ন দেশেই এই দিনটি প্রধান সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান। ভারতেও বিভিন্ন প্রদেশে দারুণ সমারোহে এই উৎসব পালন করা হয়।

 

/ Updated: Dec 24 2019, 06:35 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত কয়েকদিন ধরে দেশব্যাপী নাগরিকত্ব আইন বিরোধী মিছিল দেখা গিয়েছে। ক্রিসমাসের ঠিক আগে এবার একটু স্বাদ বদল ঘটল। তিরুঅনন্তপুরমে হল সান্টা ক্লজদের মিছিল। সমস্ত বয়সের লোকেরাই এই মিছিল বা শোভাযাত্রায় অংশ নিলেও  সবচেয়ে বেশি উৎসাহ ছিল অবশ্যই শিশুদের মধ্যে। বিভিন্ন বাদ্যযন্ত্রে 'জিঙ্গল বেলস'-এর সুর। এই বিশেষ আয়োজন করে সেন্ট জোসেফস ক্যাথিড্রাল। স্যান্টা-র লাল-সাদা পোশাকে সেজে প্রায় ৩০০০ জন এই শোভাযাত্রায় হাঁটেন। উদ্যোক্তারা জানিয়েছেন যিশুখ্রিষ্ট শান্তি প্রতিষ্ঠার জন্যই নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাই,   এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে তাঁরা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চান। ২৫ ডিসেম্বর পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই ক্রিসমাস উদযাপিত হয়। বিভিন্ন দেশেই এই দিনটি প্রধান সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান। ভারতেও বিভিন্ন প্রদেশে দারুণ সমারোহে এই উৎসব পালন করা হয়।