পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদীর কনভয়ের সামনে অবরোধ, বাতিল সফর
২০২২-এ ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সেই সব রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এগুলোর কোনওটিকেই রাজনৈতিক সফর বলা হচ্ছে না। প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন তিনি।
২০২২-এ ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সেই সব রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এগুলোর কোনওটিকেই রাজনৈতিক সফর বলা হচ্ছে না। প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন তিনি। মঙ্গলবার মণিপুর এবং ত্রিপুরা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। শুধু তাই নয় সেখানে একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপনও হয়। মঙ্গলবারের পরই বুধবার পঞ্জাবে যাচ্ছিলেন তিনি। পঞ্জাবের হোসেনিওয়ালার যাওয়ার পথে অবরোধ। প্রধানমন্ত্রী মোদীর কনভয়ের সামনে অবরোধ। ফিরোজপুরের কাছে একটি ফ্লাওভারে আটকে থাকে কনভয়। প্রায় ২০ মিনিট ধরে আটকে থাকার পর ইউটার্ন প্রধানমন্ত্রীর কনভয়ের। সফর বাতিল করেই ফিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় নিন্দায় রাজনৈতিক মহল, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে বিক্ষোভের জন্য দুঃখপ্রকাশ। দুঃখপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।