লিলিফুলে ছেয়েছে মণিপুর, শুরু পর্যটন উৎসব, দেখুন ভিডিও
শিরুই লিলি ফুলে ছেয়ে গিয়েছে চারদিক, যা উখরুল শহরের নৈসর্গীক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ, আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে পর্যটন উৎসব শুরু হয়েছে মণিপুরে। এই উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। উৎসব মাতিয়ে দিতে রয়েছে নাগা গেমস, গান ও নাচ। পর্যটকদের জন্য রয়েছে রক কনসার্ট, মার্শাল আর্টস, মাউন্টেন বাইকিংয়ের ব্যবস্থাও। আগামী কয়েকদিন ধরে চলবে এই উৎসব। পাহাড়ের ঢাল জুড়ে লিলি ফুলের শোভা দেখতে এই সময় প্রচুর পর্যটকের আগমন হয় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে।
শিরুই লিলি ফুলে ছেয়ে গিয়েছে চারদিক, যা উখরুল শহরের নৈসর্গীক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ, আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে পর্যটন উৎসব শুরু হয়েছে মণিপুরে। এই উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। উৎসব মাতিয়ে দিতে রয়েছে নাগা গেমস, গান ও নাচ। পর্যটকদের জন্য রয়েছে রক কনসার্ট, মার্শাল আর্টস, মাউন্টেন বাইকিংয়ের ব্যবস্থাও। আগামী কয়েকদিন ধরে চলবে এই উৎসব। পাহাড়ের ঢাল জুড়ে লিলি ফুলের শোভা দেখতে এই সময় প্রচুর পর্যটকের আগমন হয় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে।