হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী খুন, উত্তপ্ত শিবমোগা

হিজাব বিতর্কের মাঝেই হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী খুন। রবিবার রাতে খুন হন বজরং দলের যুব কর্মী হর্ষ। হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী খুনের ঘটনায় উত্তেজনা। উত্তেজনা ছড়াল কর্নাটকের শিবমোগায়। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

/ Updated: Feb 21 2022, 08:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হিজাব বিতর্কের মাঝেই হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী খুন। রবিবার রাতে খুন হন বজরং দলের যুব কর্মী হর্ষ। হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী খুনের ঘটনায় উত্তেজনা। উত্তেজনা ছড়াল কর্নাটকের শিবমোগায়। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বজরং দলের যুব কর্মীর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় ইটবৃষ্টি হয়। ইটবৃষ্টির জেরে সেখানে একজন মহিলা গুরুতর জখম হন। 'হিজাব বিতর্কের সঙ্গে এর কোনও যোগ নেই'। বজরং দলের কর্মী খুনের ঘটনা নিয়ে জানিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, হিজাব বিতর্ক নিয়ে উত্তপ্ত কর্ণাটক। এরই মাঝে সেখানে বজরং দলের কর্মী খুন। পুলিশের অ্যডিশোনল ডিরেক্টর জেলারেল এল মুরুগান ঘটনাস্থল পরিদর্শনে যান। অন্যদিকে শিবমাগো শহরে ১৪৪ ধারাও জারি হয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে সেখানে এদিন বন্ধ ছিল স্কুল-কলেজ। এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে হিজাব ইস্যুর কোনও সম্পর্ক নেই। অন্য কারণে এই খুন হয়েছে।