দ্বিতীরবার পুলিৎজার জয় দানিস সিদ্দিকির, সম্মানিত আরও ৩ ভারতীয় ফোটো জার্নালিস্ট

পুলিৎজার পুরস্কার বোর্ড সোমবার ইউক্রেনের সাংবাদিকদের তাদের দেশে রাশিয়ার আক্রমণের মোকাবিলা করা ও সেই প্রতিবেদন সাহসের সঙ্গে প্রকাশ করার জন্য প্রশংসা করেছে। পুলিৎজার পুরস্কার বোর্ড সোমবার ইউক্রেনের সাংবাদাদিকদের সহনশীলতারও প্রশংসা করেছেন। 

/ Updated: May 10 2022, 02:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দানিশ ২০২১-এর আফগানিস্তানে তালিবানদের যুদ্ধের ভয়ঙ্কর ছবি তোলার সময় হামলায় প্রাণ হারিয়েছিলেন। ব্রেকিং ফোটোগ্রাফি বিভাগে তাঁদের তোলা ছবিগুলি মনোনীত হয়েছিল। সেখানে থেকেই বিচারকরা তাঁদের ছবিগুলিতে সেরা বলে চিহ্নিত করেন। বিচারকদের কথায় ভারসাম্যপূর্ণ, অন্তরঙ্গতা ও ধ্বংসাত্মকতা - এই তিনটি কারণে তাঁদের ছবিগুলি দর্শকদের মতে একটি বিশেষ অনুভূতি তৈরি করেছিল। - এমনটাই জানিয়েছে পুলিৎজার কমিটি। রয়টার্সের সাংবাদিক আফগানিস্তানে তালিবানদের হামলায় শিষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এছাড়াও বিজয়ীদের তালিকায় রয়েছেন আরও তিন ভারতীয়। তাঁরা হলেন দ্য ওয়াশিংটন পোস্টের আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু ও অমিত দাভে। প্রত্যেকেই কোভিড-১৯এর মৃত্যু সংক্রান্ত ছবি তুলে সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন। সোমবারই সাংবাদিকতা, বই, নাটক ও সঙ্গীতে পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিচারকদের কথায় ভারসাম্যপূর্ণ, অন্তরঙ্গতা ও ধ্বংসাত্মকতা - এই তিনটি কারণে তাঁদের ছবিগুলি দর্শকদের মতে কটি বিশেষ অনুভূতি তৈরি করেছিল। - এমনটাই জানিয়েছে পুলিৎজার কমিটি। সোমবারই সাংবাদিকতা, বই, নাটক ও সঙ্গীতে পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।