Republic Day 2022: প্রজাতন্ত্র দিবসে আইটিবিপি-র কনস্টেবলের কন্ঠে বিশেষ দেশাত্মবোধক গান

প্রজাতন্ত্র দিবস উদযাপনে মেতেছে গোটা দেশ। এবছর ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করছে দেশ। প্রজাতন্ত্র দিবসে আইটিবিপি-র কনস্টেবলের কন্ঠে দেশাত্মবোধক গান।
 

/ Updated: Jan 26 2022, 12:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রজাতন্ত্র দিবস উদযাপনে মেতেছে গোটা দেশ। এবছর ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করছে দেশ। দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে আইটিবিপি-র কনস্টেবলের কন্ঠে দেশাত্মবোধক গান। কনস্টেবল বিক্রমজিৎ সিং এই গান গেয়েছেন। এই গানের ভিডিওটি আইটিবিপি-র টুইটার থেকে পোস্ট করা হয়। আইটিবিপি-র কনস্টেবলের এই গান মন ছুঁয়ে গিয়েছে সকলের। অন্যদিকে বরফে ঘেরা পাহাড়ের চূড়ায় প্রজাতন্ত্র দিবস পালন 'হিমবীর'দের। চারপাশে বরফের আস্তরণ তারমাঝেই দেশকে সম্মান জানাতে উত্তলন হচ্ছে পতাকা। এমনই ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ার হাতধরে। ১১০০০ ফুট উচ্চতায়, তাপমাত্রা সেখানে হিমাঙ্কের নীচে। উত্তরাখন্ডের উঁচু বরফে ঘেরা পাহাড়ের মাথায় পতাকা পতাকা নিয়ে স্কেটিং করতে দেখা গিয়েছে হিমবীরদের। আইটিবিপি-র টুইটার পেজে উঠে এসেছে সেই ভিডিও। এছাড়াও ম্যান্ডোলিন এবং গিটারে দেশাত্মবোধক গানের সুর তুললেন জওয়ানরা। এমন ভিডিওয় উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে।

Read more Articles on