নতুন অ্যাঙ্গেলে বাহ তাজ, মনের আনন্দে ছবি তুলতে এবার ভিউ পয়েন্ট

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহল। নিজের প্রিয়তমা স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই সৌধটি বানিয়েছেলিন সম্রাট শআহজাহান। তাজের সৌন্দর্য্য আজও মুগ্ধ করে সকলকে। ভালবাসার এই সৌধের টানে প্রতিবছর হাজার হাজার পর্যটকের আগমন হয় উত্তরপ্রদেশের এই শহরে। যাদের মধ্যে রয়েছেন বিশাল সংখ্যক বিদেশি পর্যটকের দলও। আর তাজমহলে এলে ছবি তোলা মাস্ট। এবার তাজে আসলে আরও ভালভাবে ছবি তুলতে পারবেন পর্যটকরা। সম্প্রতি উদ্ধোধন হল তাজ ভিউ পয়েন্টের। ফিতে কাটলেন স্থানীয় বিধায়ক জিএস ধর্মেশ। যমুনা নদীর তীরে মেহতাব বাগে তৈরি করা হয়েছে এই ভিউ পয়েন্ট, যেখানে থেকে সোজাসুজি তোলা যাবে তাজমহলের ছবি। এই ভিউপয়েন্ট তৈরি করতে তিন বছর সময় লেগেছ। 

/ Updated: Nov 16 2019, 12:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহল। নিজের প্রিয়তমা স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই সৌধটি বানিয়েছেলিন সম্রাট শআহজাহান। তাজের সৌন্দর্য্য আজও মুগ্ধ করে সকলকে। ভালবাসার এই সৌধের টানে প্রতিবছর হাজার হাজার পর্যটকের আগমন হয় উত্তরপ্রদেশের এই শহরে। যাদের মধ্যে রয়েছেন বিশাল সংখ্যক বিদেশি পর্যটকের দলও। আর তাজমহলে এলে ছবি তোলা মাস্ট। এবার তাজে আসলে আরও ভালভাবে ছবি তুলতে পারবেন পর্যটকরা। সম্প্রতি উদ্ধোধন হল তাজ ভিউ পয়েন্টের। ফিতে কাটলেন স্থানীয় বিধায়ক জিএস ধর্মেশ। যমুনা নদীর তীরে মেহতাব বাগে তৈরি করা হয়েছে এই ভিউ পয়েন্ট, যেখানে থেকে সোজাসুজি তোলা যাবে তাজমহলের ছবি। এই ভিউপয়েন্ট তৈরি করতে তিন বছর সময় লেগেছ।