হায়দরাবাদের ভয়াবহ বন্যায় ভেসে গেল গাড়ি, এক নজরে দেখে নিন সেখানকার বন্যা পরিস্থিতি
- ভারী বৃষ্টিতে ভাসছে এখন হায়দরাবাদ
- জলেড় তোড়ে ভেসে যেতে দেখা গেল গাড়িও
- আপাতত ২৪ ঘন্টার সতর্কতা জারি সেখানে
- এক নজরে দেখে নিন সেই ভিডিও
ভারী বৃষ্টিতে ভাসছে এখন হায়দরাবাদ। জলেড় তোড়ে সেখানে ভেসে যেতে দেখা গেল গাড়ি। এই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। শুধু হায়দরাবাদ নয়, হায়দরাবাদ সহ তেলেঙ্গানা ও অন্ধ্রেও পরিস্থিতি ভয়াবহ। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ি বর্ষণের মাত্রা বাড়ার সতর্কতা জারি হয়েছে সেখানে। আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। সেখানকার নীচু এলাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেই সব জায়গার মধ্যে রয়েছে বনস্থলীপুরম, মুশরিবাগ, হায়াত নগর, চন্দরঘাট, আটপুরা মেন রোড ইত্যাদি। ইতিমধ্যেই উদ্ধার কার্যে নেমেছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। এছাড়া সেই সঙ্গে কাঁধ মিলিয়েছে দমকল বাহিনীও। ১ শিশু সহ মোট ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সেখানে এছাড়াও আহত অনেকেই। এরই মধ্যে সেখানে বিভিন্ন জায়গা থেকে ছাড়া হচ্ছে জল।