আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর

  • পিপিই কিট পরে নার্সের নাচ
  • রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ
  • দেশে শুরু হল গণ-টিকাকরণ
  • অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার
/ Updated: Jun 22 2021, 02:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা আক্রান্ত হয়ে মানসিক ভাবে ভেঙে পড়ছেন অনেকেই। আর এই সমস্ত করোনা রোগীদেরই মনোবল বাড়াচ্ছেন রায়গঞ্জ কোভিড হাসপাতালের নার্স বাপি বিশ্বাস। নাচে-গানে রোগীদের মন জয় করে নিয়েছেন বাপি। গত ২৪ ঘন্টায় রাজ্যে অনেকটাই কমল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে, ২৪ ঘন্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭৯। করোনা আক্রন্ত হয়েছে মৃত্যু হয়েছে ৪২ জনের। সোমবার থেকে দেশজুড়ে শুরু হল ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ। প্রথম দিনেই দেশজুড়ে ৮০ লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে, টুইট করলেন অমিত শাহ। রাস্তায় পড়ে রয়েছে রক্ত কিছুটা দূরে সাইকেল এবং মানিব্যাগ। পুকুরে ভাসতে দেখা গেল অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির দেহ। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর এলাকার ঘটনা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর আগেই উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক পদে রাজ্যে মোট সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ। পুজোর পরে নিয়োগ আরও সাড়ে সাত হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বারুইপুরের এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ। সোমবার বিকেলে হালিম সরদার নামে এক ব্যাক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে বঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। তারকেশ্বর মন্দির খোলা থাকার সময়সীমা বাড়ানো হল। সোমবার থেকে সকাল ৬টা থেকে বেলা ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে গর্ভগৃহে প্রবেশ এখনও চালু হচ্ছে না। করোনা আবহে গত বছরের পর এবছরও বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা। তবে অনলাইনে দর্শন করা যাবে অমরনাথ। অনলাইন দর্শন শুরু হবে ২৮ জুন থেকে।