দীর্ঘ প্রতীক্ষার অবসান, 'মাকরু' সেতু সহ মোট ১৬ টি প্রকল্পের উদ্বোধন করলেন নীতিন গড়কড়ি

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেণ সিং -এর নেতৃত্বে মণিপুর দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্যে পরিণত হবে, বললেন নীতিন গড়কড়ি। সোমবার মাকরু সেতু সহ মোট ১৬ টি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। মোট ১৬ টি প্রকল্পের জন্য খরচ ৪১৪৪ কোটি টাকা। ইমফলের সিটি কনভেনশন সেন্টরে অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে ব্রিজ তৈরির কাজ একেবারে শেষের পথে। এই ব্রিজটি ৩৭ নম্বর  জাতীয় সড়করেও বিশেষ অঙ্গ। 
 

/ Updated: Jul 14 2021, 03:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেণ সিং -এর নেতৃত্বে মণিপুর দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্যে পরিণত হবে, বললেন নীতিন গড়কড়ি। সোমবার মাকরু সেতু সহ মোট ১৬ টি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। মোট ১৬ টি প্রকল্পের জন্য খরচ ৪১৪৪ কোটি টাকা। ইমফলের সিটি কনভেনশন সেন্টরে অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে ব্রিজ তৈরির কাজ একেবারে শেষের পথে। এই ব্রিজটি ৩৭ নম্বর  জাতীয় সড়করেও বিশেষ অঙ্গ।