Vegeterian Crocodile Babiya : ঈশ্বরের দূত যেন বাবিয়া, শোকে মূহ্যমান পদ্মনাভ মন্দির

এ যেন এক অমর চিত্র কথার কাহিনি, যা দশকের পর দশক মানুষ স্মরণ করবে , এই কাহিনি বাবিয়া নামে এক কুমীরের , ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছে বাবিয়া | 

/ Updated: Oct 11 2022, 10:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এ যেন এক অমর চিত্র কথার কাহিনি | যা দশকের পর দশক মানুষ স্মরণ করবে | এই কাহিনি বাবিয়া নামে এক কুমীরের | ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছে বাবিয়া | তিরুঅনন্তপুরমে পদ্মনাভস্বামী মন্দিরে থাকত বাবিয়া | মন্দির লাগোয়া জলাশয়ের মধ্যেই ঘুরে বেড়াত সে | তার খাদ্য ছিল ভোগের দলা-সিদ্ধ ভাত আর প্রসাদ | জলাশয়ে থাকলেও একটা মাছও মুখে তোলেনি বাবিয়া | মন্দির ফাঁকা থাকলে চাতালে ঘুরে বেড়াত বাবিয়া | দিন কয়েক ধরেই বাবিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না | শেষমেশ জলাশয় থেকে বাবিয়ার দেহ উদ্ধার করা হয় | পরিপূর্ণ সম্মানের সঙ্গে বাবিয়াকে সমাধিস্থ করা হয় | বাবিয়ার প্রয়াণে চোখে জল এনে দিয়েছে সকলের |