নিশ্চিন্ত নীড়ে পরিযায়ীরা, দেখুন ভিডিও

ভূবনেশ্বরের বাসিন্দা সরোজ রথ পেশায় শিল্পী, পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে। পাখি ভালবাসেন সরোজবাবু। তার নিজের বাড়িতেই বানিয়ে ফেলেছেন পাখিদের জন্য আস্ত একটি মিউজিয়াম। গত ৪০ বছর ধরে এখানেই নিশ্চিন্তে বাস করছে পরিযায়ী পাখিদের দল। প্রতিটি পাখির জন্য রয়েছে আলাদা আলাদা খাচা, রয়েছে প্রত্যেকের আলাদ নামও। প্রত্যেকেই হয়ে উঠেছে  রথ পরিবারের সদস্য। ভূবনেশ্বর শহরের এই অভিনব মিউজিয়াম দেখতে ভিড় লেগেই থাকে পক্ষিপ্রেমীদের। 
 

/ Updated: Oct 15 2019, 03:54 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভূবনেশ্বরের বাসিন্দা সরোজ রথ পেশায় শিল্পী, পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে। পাখি ভালবাসেন সরোজবাবু। তার নিজের বাড়িতেই বানিয়ে ফেলেছেন পাখিদের জন্য আস্ত একটি মিউজিয়াম। গত ৪০ বছর ধরে এখানেই নিশ্চিন্তে বাস করছে পরিযায়ী পাখিদের দল। প্রতিটি পাখির জন্য রয়েছে আলাদা আলাদা খাচা, রয়েছে প্রত্যেকের আলাদ নামও। প্রত্যেকেই হয়ে উঠেছে  রথ পরিবারের সদস্য। ভূবনেশ্বর শহরের এই অভিনব মিউজিয়াম দেখতে ভিড় লেগেই থাকে পক্ষিপ্রেমীদের।