ভিস্টাডোম কোচে এবার কালকা থেকে সিমলা সফর, চালু হল হিম দর্শন এক্সপ্রেস

বড়দিনের বড় উপহার। কালকা - সিমলা রুটে চালু হল ভিস্তাডোম ট্রেন। এবার শীতের মরশুমে প্রথম থেকেই তুষারপাত হচ্ছে সিমলায়। বাইরের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। দুধসাদা বরফ আর তাতে ঠিকরে পড়া রোদের মধ্যে ছুটে চলেছে কাচ দিয়ে মোড়া বাতানুকূল টয়ট্রেন। শুধু জানলা নয়, স্বচ্ছ কাচের ছাদ দিয়েও দেখা যাচ্ছে বরফে মোড়া পাহাড়।

/ Updated: Dec 26 2019, 06:50 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


বড়দিনের বড় উপহার। কালকা - সিমলা রুটে চালু হল ভিস্তাডোম ট্রেন। এবার শীতের মরশুমে প্রথম থেকেই তুষারপাত হচ্ছে সিমলায়। বাইরের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। দুধসাদা বরফ আর তাতে ঠিকরে পড়া রোদের মধ্যে ছুটে চলেছে কাচ দিয়ে মোড়া বাতানুকূল টয়ট্রেন। শুধু জানলা নয়, স্বচ্ছ কাচের ছাদ দিয়েও দেখা যাচ্ছে বরফে মোড়া পাহাড়।

 কালকা থেকে সিমলা রুটে হিম দর্শন এক্সপ্রেসে একসঙ্গে নব্বই জন যাত্রী সওয়ার হতে পারবেন। ইতিমধ্যেই  দর্শকদের মধ্যে  সুপারহিট এই ট্রেন। আগামী বেশ কয়েকদিনের জন্য ট্র্নের সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। 

পর্যটকদের কথা ভেবেই স্বচ্ছ কাচের ভিস্ত ডোম কামরা সহ টয় ট্রেন চালু হল কামলা-সিমলা রুটে। ধাপে ধাপে তা ভারতের অন্য বেশ কিছু  রুটের টয়ট্রেনেও চালু করা হবে।