অদিবাসী কন্যার পিৎজায় মজেছে নিজামের শহর, দেখুন ভিডিও

হায়দারাবাদের চিজানো পিৎজা সেন্টার। সম্প্রতি এই পিৎজা সেন্টারটির উদ্ধোধনে এসেছিলেন তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও। এক আদিবাসী কন্যা কুরসাম গাউথামি স্বপ্নের ফসল এই পিৎজা সেন্টার। নিজে উদ্যোগ নিয়ে তৈরি করেছেন চিজানো পিৎজা। দৃষ্টান্ত স্থাপন করেছেন হাজার হাজার আদিবাসী মহিলাদের সামনে। স্নাতক হওয়ার পর সরকারের থেকে সাহায্য নিয়ে শুরু করেছেন নতুন এই পথ চলা। শুধু কুরাসাম নয় তেলেঙ্গানার আরও একশোজন আদিবাসী তরুণ-তরুনীকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছে সেই রাজ্যের সরকার। 

/ Updated: Nov 29 2019, 03:44 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হায়দারাবাদের চিজানো পিৎজা সেন্টার। সম্প্রতি এই পিৎজা সেন্টারটির উদ্ধোধনে এসেছিলেন তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও। এক আদিবাসী কন্যা কুরসাম গাউথামি স্বপ্নের ফসল এই পিৎজা সেন্টার। নিজে উদ্যোগ নিয়ে তৈরি করেছেন চিজানো পিৎজা। দৃষ্টান্ত স্থাপন করেছেন হাজার হাজার আদিবাসী মহিলাদের সামনে। স্নাতক হওয়ার পর সরকারের থেকে সাহায্য নিয়ে শুরু করেছেন নতুন এই পথ চলা। শুধু কুরাসাম নয় তেলেঙ্গানার আরও একশোজন আদিবাসী তরুণ-তরুনীকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছে সেই রাজ্যের সরকার।