আবারও হাথরসের পথে বাঁধা, তৃণমূল প্রতিনিধিদের আটকাল উত্তরপ্রদেশ পুলিশ

  • হাথরসের ধর্ষিতার বাড়ি পথে বাঁধা
  • যেতে দেওয়া হলনা এবার তৃণমূল সাংসদদের
  • রাস্তা আটকালো উত্তরপ্রদেশ পুলিশ
  • তাই নিয়েই সেখানে শুরু হয়েযায় ধস্তাধস্তি
/ Updated: Oct 02 2020, 04:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 হাথরসের মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাঁধা পেতে হচ্ছে সকলকেই। শুক্রবার আবারও এমনটাই হল। এবার আটকানো হল তৃণমূলের প্রতিনিধিদের। তৃণমূলের প্রতিনিধি দল হাথরসের মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই দলে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, প্রতিমা মন্ডল, কাকলী ঘোষ দস্তিদার ও মমতা ঠাকুর -কে। মৃতার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে আটকানো হয় তাদের। এমনকি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ডেরেক ও'ব্রায়েন -কে। তৃণমূলের প্রতিনিধিরা জানান তাঁরা মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে তাদের সমবেদনা জানাবার জন্য। অভিযোগ তবুও তাদের যেতে দেওয়া হয়নি। তৃণমূলের প্রতিনিধিদের একজন জানিয়েছেন আমরা শান্তিপূর্ণ ভআবে সেখানে যাচ্ছিলাম এমনকি আমাদের কাছে কোনও অস্ত্রও ছিলনা তবুও কেনও আমাদের যেতে দেওয়া হলনা। পরে তারা হেটে যেতে চাইলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। আর সেখানেই তারা ধর্নায় বসেন। আর সেই সময়েই তাদের গায়ে হাত তোলেন উত্তর প্রদেশ পুলিশ।