গ্রেফতার দুই কেএলও জঙ্গী, ১২ দিনের রিমান্ডের নির্দেশ দেন শিলিগুড়ি মহকুমা আদালত

 এবার গ্রেফতার হল জীবন সিংহ ঘনিষ্ঠ দুই কেএলও জঙ্গী,  ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুললে তাদের  তদন্তের স্বার্থে বিচারক ১২ দিনের রিমান্ডের নির্দেশ দেন আদালত

/ Updated: Aug 23 2022, 10:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গ্রেফতার হল জীবন সিংহ ঘনিষ্ঠ দুই কেএলও জঙ্গী | জুন মাসে অসমের এক ব্যবসায়ীকে গুলি করে প্রাণে মারার চেষ্টা করে ধৃতরা |  সেই ঘটনায় অসম পুলিশ তাদের গ্রেফতার করে | এরপর এসটিএফ ধৃতদের ট্রানজিট রিমান্ডে অসম থেকে শিলিগুড়ি আনে | মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় | তদন্তের স্বার্থে বিচারক ১২ দিনের রিমান্ডের নির্দেশ দেন