NIA আদালতে মারধর উদয়পুরের 'খুনিদের', উঠল পাক-বিরোধী স্লোগানও
জয়পুরের এনআইকে কোর্টে আক্রান্ত দর্জি কানাইলালের খুনিরা। উত্তেজিত জনতা দুই অভিযুক্তিকে ঘিরে ধরে। ধস্তধস্তি শুরু হয়ে যায়। দুই অভিযুক্তকেই মারধার করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিন জয়পুরের জাতীয় তদন্ত সংস্থার (NIA) বিশেষ আদালতে পেশ করা হয়েছিল তাদের। তখনই দুই অভিযুক্তের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। মারধর করা হয়। তাদের জামা ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
এদিন কানাই লালের খুনিদের যখন আদালতে পেশ করা হয়েছিল- তখন ধৃতদের ফাঁসিতে ঝোলানোর দাবি উঠেছিল। পাশাপাশি পাকিস্তান বিরোধী স্লোগান উঠেছিল। কারণ তদন্তকারীরা মনে করছেন হত্যাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে। রিয়াজের সঙ্গে যে পাকিস্তানের যোগ রয়েছে তা স্পষ্ট হয়েছে তার ফোন কলের রেকর্ড থেকে।