সাতবাহন রাজারা খোদাই করে বানিয়েছিলেন গজলক্ষ্মী, এই লক্ষ্মীর ইতিহাস অনেকেরই অজানা
সাতবাহন রাজারা খোদাই করে বানিয়েছিলেন গজলক্ষ্মীর মূর্তি। সাঁচি স্তুপে খোদাই করে তৈরি হয়েছিল এই গজলক্ষ্মীর মূর্তি। অনেক ঐতিহাসিক গজলক্ষ্মীকে শ্রী লক্ষ্মী বলে উল্লেখ করেছেন। গান্ধারের শক রাজা আজিলিসের মুদ্রায় গজলক্ষ্মীর ছাপ দেখা যায়। এই লক্ষ্মী তবে বাঙালির ঘরের সেই চিরপরিচিত লক্ষ্মী নন। 'গজলক্ষ্মী' শব্দটির অর্থ “গজ অর্থাৎ হাতিদের দ্বারা পূজিত লক্ষ্মী"। এককভাবে পূজিত হন গজলক্ষ্মী। গজলক্ষ্মীর একহাতে থাকে ঝাঁপি, এক হাতে থাকে ধানের ছড়া।
সাতবাহন রাজারা খোদাই করে বানিয়েছিলেন গজলক্ষ্মীর মূর্তি। সাঁচি স্তুপে খোদাই করে তৈরি হয়েছিল এই গজলক্ষ্মীর মূর্তি। অনেক ঐতিহাসিক গজলক্ষ্মীকে শ্রী লক্ষ্মী বলে উল্লেখ করেছেন। গান্ধারের শক রাজা আজিলিসের মুদ্রায় গজলক্ষ্মীর ছাপ দেখা যায়। এই লক্ষ্মী তবে বাঙালির ঘরের সেই চিরপরিচিত লক্ষ্মী নন। 'গজলক্ষ্মী' শব্দটির অর্থ “গজ অর্থাৎ হাতিদের দ্বারা পূজিত লক্ষ্মী"। এককভাবে পূজিত হন গজলক্ষ্মী। গজলক্ষ্মীর একহাতে থাকে ঝাঁপি, এক হাতে থাকে ধানের ছড়া।