উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, আনন্দে চলল মিষ্টি বিতরণ থেকে রোড শো

উত্তরপ্রদেশে এখন শুধুই জয় শ্রীরাম ধ্বনি। উত্তরপ্রদেশে বিপুল ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। উত্তরপ্রেদেশ মেতেছে বিজেপি-র জয়ের আনন্দে। ইতিমধ্যেই সেখানে রাস্তায় নেমেছে বহু মানুষ। সেখানে মন্দিরে ইতিমধ্যেই শুরু হয়েছে মিষ্টি বিতরণ।
 

/ Updated: Mar 10 2022, 08:52 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার সকাল থেকেই পাঁচ রাজ্যে শুরু হয় ভোট গণনা। উত্তরপ্রদেশেও সকাল থেকেই শুরু হয় গণনা। প্রথম থেকেই সেখানে এগিয়ে ছিল বিজেপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় জয়ের খবর আসতে শুরু করে। ফের উত্তরপ্রদেশে আসতে চলেছে বিজেপি সরকার। এদিন গোরক্ষপুরেও বিপুল ভোটে জয়ী হন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে এখন শুধুই জয় শ্রীরাম ধ্বনি। উত্তরপ্রদেশে বিপুল ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। উত্তরপ্রেদেশ মেতেছে বিজেপি-র জয়ের আনন্দে। আর এই জয়ের আনন্দেই ইতিমধ্যেই সেখানে রাস্তায় নেমেছে বহু মানুষ। সেখানে মন্দিরে ইতিমধ্যেই শুরু হয়েছে মিষ্টি বিতরণ। প্রসঙ্গত, পাঁচ রাজ্যে বিধানসভা (Assembly Elecytion) ভোটের ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ। সকাল থেকেই জোর কদমে শুরু হয়েছে ভোট গণনা। উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) এবং গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। ৪ রাজ্যের অধিকাংশ জায়গায়ই এগিয়ে রয়েছে বিজেপি। মোট ৭ দফায় ভোট হয়েছিল এই উত্তরপ্রদেশে। চূড়ান্ত ফল না এলেও ইতিমধ্যেই আনন্দে মেতেছেন সকলে। 

Read more Articles on