হস্তিনাপুরে বিজেপির জয় নিয়ে আশাবাদী দীনেশ খাটিক

উত্তরপ্রদেশে শুরু বিধানসভা নির্বাচন। ১০ ফেব্রয়ারি প্রথম দফা নির্বাচন উত্তরপ্রদেশে। বুধবার সকাল থেকেই সাজো সাজো রব সেখানে। হস্তিনাপুরের বিজেপি প্রার্থীর মুখোমুখি এশিয়ানেট। হস্তিনাপুরে বিজেপির জয় নিয়ে আশাবাদী দীনেশ খাটিক। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন বিজেপি প্রার্থী।

/ Updated: Feb 10 2022, 01:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তরপ্রদেশে শুরু বিধানসভা নির্বাচন। ১০ ফেব্রয়ারি প্রথম দফা নির্বাচন উত্তরপ্রদেশে। মোট ৭ দফায় নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন সকলে। উত্তরপ্রদেশ কি ফের যোগীর দখলে যাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন সকলে। বুধবার সকাল থেকেই সাজো সাজো রব সেখানে। হস্তিনাপুরের বিজেপি প্রার্থীর মুখোমুখি এশিয়ানেট। হস্তিনাপুরে বিজেপির জয় নিয়ে আশাবাদী দীনেশ খাটিক। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন বিজেপি প্রার্থী। শোনা যায় হস্তিনাপুরে যে দল জয়ী হয় সেই দলই শাসনে আসে। এমন কথাই প্রচলিত আছে সেখানে। সেই মতোই বিজেপির জয় নিয়ে সেখানে আশাবাদী দীনেশ খাটিক। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে হস্তিনাপুরে ভোট। সেখানে ভোট চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। প্রথম দফায় সেখানে মোট ৫৮টি আসনে ভোট রয়েছে। উত্তরপ্রদেশে ১৫ কোটিরও বেশি যোগ্য ভোটার রয়েছে। যারা রাজ্য বিধানসভায় ৪০৩ জন বিধায়ককে নির্বাচিত করেছেন।