বারাণসীতে গেরুয়া ঝড়, প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে মহিলাদের উন্মাদনা

শেষের পথে উত্তরপ্রদেশ নির্বাচন। মোট সাত দফায় ভোট ছিল সেখানে। বারাণসীতে জোর কদমে চলছে ভোটের প্রচার। বারাণসীতে সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় রয়েছে ভোট। তাঁর প্রচার চলছে এখন জোর কদমে। শুক্রবার সেখানেই প্রচার করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 

/ Updated: Mar 04 2022, 09:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শেষের পথে উত্তরপ্রদেশ নির্বাচন (UP elections 2022)। মোট সাত দফায় ভোট ছিল সেখানে। বারাণসীতে (Varanasi) জোর কদমে চলছে ভোটের প্রচার। বারাণসীতে সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় রয়েছে ভোট। তাঁর প্রচার চলছে এখন জোর কদমে। শুক্রবার সেখানেই প্রচার করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীর রাস্তায় এক বর্ণাঢ্য রোড শো করতে দেখা যায় মোদীকে। মোদীর রোড শো ঘিরে অসংখ্য মানুষের ঢল নামে এদিন রাস্তায়। মোদীর (Narendra Modi) প্রচার ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিজেপির জয় নিয়ে আশাবাদী বিজেপি কর্মীরা। সাফ জানালেন আবারও যোগী আদিত্যনাথই ক্ষমতায় আসবে সেখানে। বারাণসীতে মহিলারা সুরক্ষিত, জানান বিজেপির সমর্থকরা। প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উত্তরপ্রদেশ নির্বাচন। টানা প্রায় এক মাস ধরে নির্বাচন চলছে সেখানে। এখন শেষের পথে নির্বাচন। ৭ মার্চ রয়েছে শেষ দফা নির্বাচন। সেই দিনই নির্বাচন রয়েছে বারাণসীতে। সেখানকার মানুষরাই এদিন সাফ জানালেন উত্তরপ্রদেশে আবারও ক্ষমতায় আসবে যোগী। এখন তবে ১০ মার্চ নির্বাচনের ফল ঘোষমার অপেক্ষা।
 

Read more Articles on