উত্তরপ্রদেশে আটক তৃণমূলের তিন সাংসদ, মেঝেতে বসেই বিক্ষোভ ডেরেকদের

  • সোনভদ্রে যাওয়ার পথে আটক তিন তৃণমূল সাংসদ
  • বারাণসী বিমানবন্দরে নামতে আটকায় পুলিশ
  • ১৪৪ ধারা জারি থাকার অজুহাতে সাংসদদের বাধা
  • মেঝেতে বসে পড়েই বিক্ষোভে তৃণমূল সাংসদরা

/ Updated: Jul 20 2019, 02:52 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোনভদ্র যাওয়ার পথে বারাণসী বিমানবন্দরেই আটকানো হল তৃণমূলের তিন সাংসদকে। প্রতিবাদে বিমানবন্দরের মেঝেতে বসে বিক্ষোভ দেখালেন তৃণমূলের তিন সাংসদ। সোনভদ্রে জমি বিবাদে দশজন দলিত হত্যার প্রতিবাদে এ দিন ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের। বারাণসী বিমানবন্দর থেকে ভিডিও বার্তায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, দলে তাঁরা তিনজন থাকলেও ১৪৪ ধারা জারি থাকার অজুহাতে অনৈতিকভাবে তাঁদের আটকানো হয়েছে। ডেরেক ছাড়াও দলে ছিলেন লোকসভার সাংসদ সুনীল মণ্ডল এবং রাজ্যসভার সাংসদ আবীররঞ্জন বিশ্বাস। 

শুক্রবার সোনভদ্রে যাওয়ার পথে একই ভাবে আটকানো হয় প্রিয়ঙ্কা গান্ধীকেও। ডেরেক জানিয়েছেন, হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার পাশাপাশি ঘটনাস্থলেও যেতে চান তাঁরা। পরে অবশ্য হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় তৃণমূল সাংসদদের।