Uttarkashi rescue update : উত্তরাখণ্ডের তুষারধসে ৬ জন আহতকে ITBP-এর মাতলি হাসপাতালে আনা হল

উত্তরাখণ্ডের দ্রৌপদীর ডান্ডা-২ পর্বতশৃঙ্গের তুষারধসের জায়গায় উদ্ধার অভিযান চলছে, উদ্ধার অভিযান চালাচ্ছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) কর্মীরা

/ Updated: Oct 05 2022, 11:21 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তরাখণ্ডের দ্রৌপদীর ডান্ডা-২ পর্বতশৃঙ্গের তুষারধসের জায়গায় উদ্ধার অভিযান চলছে, উদ্ধার অভিযান চালাচ্ছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) কর্মীরা, ইতিমধ্যে ৬ জন আহত কে হেলিকপ্টার করে উত্তরকাশী ITBP বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, এর পর তাদের প্রাথমিক চিকিৎসার জন্য মাতলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়

ডান্ডা-২ চূড়াটি গাড়ওয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জে অবস্থিত। NIM উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর ভুক্কির কাছে বেসিক এবং অ্যাডভান্সড কোর্সের ছাত্ররা পর্বতারোহণের প্রশিক্ষণের জন্য মঙ্গলবার সকালে দ্রৌপদীর ডান্ডায় পৌঁছেছিল। পর্বতটির উচ্চতা প্রায় ৫০০৬ মিটার। দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন যে ব্যাচে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সহ মোট ১৭৫ জন ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে বলেছেন: 'উত্তরকাশীতে নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পর্বতারোহণ অভিযানে ভূমিধসের কারণে মানুষের প্রাণের ক্ষতির কারণে গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে।'